প্রশ্নঃ ১০৩৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম প্রিয় শায়েখ,আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো আছেন।আমার প্রশ্নটি হলো,
"আমার নাম আবুল হোসাইন সোহাগ।আমাকে সবাই সোহাগ নামেই ডাকে।শায়েখ,সোহাগ নামটার সাথে কি কোন কাফেরের সংযুক্তি আছে,মানে কেও একজন আমাকে বললো যে,ফেরাউন এর একটি পুতুল ছিল তাকে সে সোহাগ বলেই ডাকতো।আমি ব্যাপারটা ক্লিয়ার না,তাই জানতে চাই।যদি তাই হয় তাহলে তার এই নাম ডাকার জন্য এবং আমাকে এই নাম এ ডাকার জন্য আমি কি গুনাহগার হবো?এবং আমাকে হাশরের ময়দানে জবাব দিতে হবে??
আশা করি,হাদীসের আলোকে উত্তর দিয়ে আমাকে এই সংশয় থেকে বের করবেন??ইনশাল্লাহ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সোহাগ নামে ফেরাউনের কোনো পুতুল ছিল কি না তা আমাদের জানা নাই। তবে সোহাগ নামের অর্থ হলো আদর,মমতা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি। কাজেই এই নামে কাউকে ডাকলে কোনো অসুবিধা নাই। তবে নামের ক্ষেত্রে কুরআন হাদিসে বর্ণিত অর্থবহ সুন্দর নাম নির্বাচন করা উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন