মদিনায় দাফনের তামান্না রাখা
প্রশ্নঃ ১০১৬৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কি আমাদের কবর জান্নাতুল বাকিতে আশা করতে পারি? এর বিশেষ ফযীলত আছে কি? হাজ্বী সাহেবদের নিকট এ ব্যাপারে দু‘আ চাইতে পারি কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জি হ্যাঁ। সাহাবা ও তাবেয়ীনদের থেকে এ ধরণর আশা ব্যক্ত করার কথা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। নবী ﷺ বলেছেন : মদীনায় মৃত্যুবরণ করা যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে সে যেন মদীনায় মারা যায় । কেননা যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার জন্য শাফাআত করব। জামে' তিরমীযী, হাদীস নং: ৩৯১৭
হযরত উমর (রাযিঃ) এ বলে দু‘আ করতেন, হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দাও। সহীহ বুখারী, হাদীস নং: ১৮৯০
ইমাম মালেক রহ. এর ব্যাপারেও পাওয়া যায় যে, তিনি মদিনায় দাফন হওয়ার জন্য চেষ্টা সাধনা করেছেন। সুতরাং মদিনায় মৃত্যুর আশা রাখা ও এর জন্য হাজ্বী সাহেবদের নিকট দু‘আ চাওয়া শুধু জায়েযই নয় বরং সেখানে কবরস্থ হওয়া বড় সৌভাগ্যের বিষয়। কেননা নবীজী ﷺ বলেছেন, যে দুই হেরেম শরীফের কোন একটিতে মৃত্যুবরণ করবে, কেয়ামতের দিন তাকে আল্লাহ্ তা'আলা বিপদমুক্তদের অন্তর্ভুক্ত করে উঠাবেন। মিশকাতুল মাসবীহ ২৭৫৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন