হজ্বের সফরে ঈদুল আজহার নামায
প্রশ্নঃ ১০১৬৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বের সফরে হাজ্বী সাহেবগণ ঈদুল আজহার নামায কোথায় পড়বে। তাদের জন্য কি ঈদের নামায ওয়াজিব নয়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাজ্বী সাহেবদের জন্য ঈদুল আজহার নামায নেই। হজ্বের সফরে এই দিন হাজ্বী সাহেবগণ সবচেয়ে বেশী ব্যস্ত ও ক্লান্ত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্বের সময় ঈদের দিনে ঈদের নামায পড়েননি। বরং জামরা আকাবায় (বড় শয়তানকে) পাথর নিক্ষেপের পর মিনায় গিয়ে কুরবানী করলেন, তারপর বাইতুল্লায় গিয়ে যুহরের নামায আদায় করেছেন। ফলে কিয়ামত পর্যন্ত সকল হাজ্বী সাহেবদের জন্য হজ্বের সময় ঈদের নামায রহিত করে দেওয়া হয়েছে। সহীহ মুসলিম- হাদীস নং: ১২১৮, রদ্দুল মুহতার ২/৫২০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন