হারামাইনের জানাজায় নারীদের অংশগ্রহণ
প্রশ্নঃ ১০১৬০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদুল হারামে, মসজিদে নববীতে অথবা মহল্লার জুমার মসজিদে যদি নারীরা জামাতে অংশগ্রহণ করে এবং নামাযের পর জানাজা অনুষ্ঠিত হয় তাহলে কি নারীরা সেই জানাজায় অংশ গ্রহণ করতে পারবে? নাকি মহিলাদের জানাযার নামায পড়া কোনভাবেই জায়েয নাই?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাধারণ নিয়মে নারীদের জন্য যেকোনো নামাযের জামাতে শরীক হওয়া উত্তম নয়। বরং অনুত্তম। তবে যেহেতু বাইতুল্লাহ এবং মসজিদে নববীর বিশেষ ফযীলত রয়েছে। তাছাড়া মক্কা মদিনার বাইরের নারীরা সেখানে জীবনে একদুইবারই গিয়ে থাকেন; এই বিবেচনায় কতিপয় ওলামায়ে কেরাম হারামাইনের জামাতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে কিছুটা অবকাশের কথা বলে থাকেন। হারামাইন ছাড়া পৃথিবীর অন্যান্য মসজিদের ক্ষেত্রে অনুত্তমের বিধান বলবৎ থাকবে।
মৌলিকভাবে নারীদের জন্য জানাজা পড়া নিষেধ নয়। যদি কোনো কারণে নারীরা জামাতে শরীক হয় এবং সেখানে জানাজা উপস্থিত হয় তাহলে তারাও জানাজায় শরীক হয়ে যাবে। এতে জানাজার কোনো ক্ষতি হবে না। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে নারীরাও জানাজায় শরীক হবে। সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৮-১ ,সুনানে আবু দাউদ: হাদীস নং ৫৭০, হাশিয়াতুত তাহতাভী পৃ ৩০৪, ফতোয়া হিন্দিয়া ১/১৬২।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন