জামারায় আকাবায় রমীর সময়
প্রশ্নঃ ১০১৪৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামারায়ে আকাবাতে রমীর সময় কখন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১০ই যিলহজ্ব সূর্যোদয়ের পর থেকে সূর্য ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের ভিতর রমী করা মুস্তাহাব। হযরত জাবির রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ ‘ইয়াওমুন নাহর’ (অর্থাৎ ১০ যিলহজ্ব) চাশতের সময় রমী (কংকর নিক্ষেপ) করেছেন। আর পরবর্তী দিবসসমূহের রমী সূর্য ঢলে যাওয়ার পরে করেছেন। সহীহ মুসলিম ১/৪২০
তবে ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১১তারিখের সুবহে সাদিক পর্যন্ত রমী করা জায়েয। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, ১০ যিলহজ্ব মিনায় এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺকে জিজ্ঞাসা করল, আমি সন্ধ্যার পর রমী করেছি। রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘কোনো সমস্যা নেই।’ সহীহ বুখারী ১/২৩৪
উল্লেখ্য, বিনা ওজরে মুস্তাহাব সময় রমী না করে অন্য সময় রমী করা মাকরূহ। কিন্তু আজকাল যেহেতু মুস্তাহাব সময়ে রমীর স্থানে প্রচণ্ড ভিড় হয় তাই মহিলা ও দুর্বলদের মতো অন্যদের জন্যও মুস্তাহাব সময়ের বাইরে রমী করার অবকাশ রয়েছে। ওজর থাকার কারণে তা মাকরূহ হবে না। গুনইয়াতুন নাসিক ১৬৯-১৭০; ফতোয়া হিন্দিয়া ২৩৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন