মিনায় আমল ও মাসায়েল
প্রশ্নঃ ১০১৩৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিনায় আমল কি কি? সেখানকার মাসায়েল বললে উপকৃত হবো।
৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. “মিনা” শব্দের অর্থ কোন কিছু প্রবাহিত করা। যেহেতু কুরবানির পশুর রক্ত মিনায় প্রবাহিত করা হয়। এ জন্য 'মিনা' বলে নামকরণ করা হয়। মক্কার পূর্ব দিকে জামারায় আক্বাবা হতে ওয়াদিয়ে মুহাচ্ছারের আগ পর্যন্ত, দু'দিকের পাহাড়ের মাঝখানের স্থান হল ‘মিনা’। হানাফী, শাফেয়ী এবং হাম্বলী ওলামাদের নিকট ওয়াদিয়ে মুহাচ্ছার ও জামারায়ে আক্বাবা মিনার অন্তর্ভুক্ত নয়। গুনইয়াতুন নাসিক-১৬৯; মানাসিকে মোল্লা-আলী-২২৩
২. মিনার ময়দান ৪০ লাখ বর্গমিটার এবং মিনার পাহাড়ি এলাকা মোটামুটি ২০ লাখ বর্গমিটার। এ হিসেবে মিনার আয়তন আনুমানিক ৬০ লাখ বর্গমিটার। মিনার ময়দানে বিশাল জায়গা জুড়ে জামারার জন্য নির্মিত হয়েছে পাঁচ তলা বিশিষ্ট ভবন। নির্মিত হয়েছে ফায়ার প্রুফ তাঁবু, রাস্তা এবং প্রয়োজনীয় কিছু ভবন। আল বাহরুল আমীক এর হাশিয়া-৩/১৪১৭
৩. মিনা ও মুজদালিফার মধ্যবর্তী উপত্যকার নাম হল- ওয়াদিয়ে মুহাসসার। যেখানে আবরাহার হস্তি-বাহিনীর উপর আল্লাহর গজব নাযিল হয়েছিল। এ জায়গাটি দ্রুত অতিক্রম করতে হয়। ওয়াদিয়ে মুহাচ্ছারে হাজ্বীদের জন্য অবস্থান করা বৈধ নয়। ফতোয়া শামী-৩/৪৭০; আল বাহরুল আমীক-৩/১৪১৫
৪. মক্কাবাসী ও বাইরে থেকে আগত তামাত্তু হজ্বকারী ৮ যিলহজ্ব নিজ অবস্থান থেকে ইহরাম বাঁধবে। তবে মসজিদুল হারামে এসে ইহরামের নিয়ত করা উত্তম। ক্বিরান হজ্বকারী ও ইফরাদ হজ্বকারী পূর্বের ইহরামে থাকবে)-ফতোয়া হিন্দিয়া-১/২৩৯
৫. হজ্বের মূল কাজ শুরু হয় ৮ যিলহজ্ব থেকে। ৮ যিলহজ্বকে يوم التروية (ইয়াওমুত তারবিয়্যাহ) বলা হয়। তারবিয়্যাহ অর্থ পিপাসা মিটানো। হাজ্বীদের পিপাসা মিটানোর জন্য এই দিনে মানুষ নিজ নিজ বাহনে পানি নিয়ে মিনা-আরাফায় রওয়ানা হতো। আল বাহরুল আমীক-৩/১৪০৪
৬. ৮ই যিলহজ্ব হাজ্বীদের জন্য ৩টি কাজ সুন্নত।
(ক) মক্কা থেকে সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্যে রওয়ানা করা। (সাম্প্রতিক সময়ে সৌদি মুয়াল্লিমগণ রাতেই হাজ্বীদের মিনায় পৌঁছে দেয়)
(খ) যুহর, আসর, মাগরিব, ইশা ও ৯ তারিখের ফজর নামায মিনায় আদায় করা।
(গ) রাতের অধিকাংশ সময় মিনায় অবস্থান করা। গুনইয়াতুন নাসিক-১৪৬; ফতোয়া তাতারখানিয়া-৩/৫০৫
৭. দ্বিপ্রহরের পর মক্কা থেকে বের হয়ে মিনায় গিয়ে যুহর নামায আদায় করলে কোন অসুবিধা নেই। গুনইয়াতুন নাসিক-১৪৬
৮. ৮ই যিলহজ্ব হাজ্বীদেরকে মিনায় জমায়েত করার উদ্দ্যেশ্য হলো হজ্বের মাসআলাগুলো আলোচনা করে হজ্বের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। এসময়ে ঝগড়া-বিবাদ, গল্প-গুজব ও তর্ক-বিতর্ক সম্পূর্ণরূপে পরিহার করা জরুরী। আল বাহরুল আমীক-৩/১৪১২; ফাতহুল কাদীর-২/৪৬৬
৯. মিনার দক্ষিণে জামারার নিকট অবস্থিত মাসজিদুল খাইফের কাছাকাছি অবস্থান করা মুস্তাহাব। বর্তমানে এটা কোনো হাজ্বীর হাতে নেই। কেননা এখন মুয়াল্লিম কর্তৃক নির্ধারিত তাঁবুতেই অবস্থান করতে হয়। আল বাহরুল আমীক্ব-৩/১৪১২; ফাতহুল কাদীর-২/৪৬৭
১০. মিনার সীমানার বাইরে মুজদালিফায় সৌদি সরকার কর্তৃক নির্মিত তাঁবুতে অবস্থান করলেও অগ্রগণ্য মত হচ্ছে মিনায় অবস্থানের সুন্নত আদায় হবে না। অবশ্য নিরূপায় হয়ে মুজদালিফায় অবস্থান করার কারণে সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। হেদায়া-১/২৭৫; আনওয়ারে মানাসিক-৫০১
১১. বাধ্য-বাধকতার কারণে মিনার সীমানায় জায়গা না পেলে মক্কার হোটেলসহ যে কোন জায়গায় থাকতে পারবে। তবে মিনার কাছাকাছি থাকা ভালো। আনওয়ারে মানাসিক-৪৯৯
১২. ৮ই যিলহজ্ব মিনায় একেবারে অবস্থান না করলেও কোন জরিমানা ওয়াজিব হবে না। তবে কাজটি মাকরূহ হবে। গুনইয়াতুন নাসিক- ১৪৬; হিদায়া-১/২৭৫
والله اعلم بالصواب
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১