আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সায়ী করতে ভূলে গেলে

প্রশ্নঃ ১০১৩৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন তামাত্তু নিয়তকারি হজ্বের আগে প্রথমে উমরার নিয়ত করে মক্কায় প্রবেশ করেন। তাওয়াফ শেষে সায়ীতে কারনবশত ৫ বার সাফা মারওয়া প্রদক্ষিন করেন। এরপর তিনি মূল হজ্বের তাওয়াফ, সায়ী এমনকি অতিরিক্ত উমরার তাওয়াফ , সায়ী সম্পন্ন করেছেন। এখন তার করণীয় কি?

৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কেউ যদি সায়ী-এর এক, দুই অথবা তিনটি চক্কর ছেড়ে দেয় তাহলে তার জন্য আবশ্যক হলো, প্রত্যেক চক্করের বিপরিতে একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা দেওয়া। আর যদি কেউ চারটি কিংবা তারচেয়ে বেশী চক্কর ছেড়ে দেয় তাহলে তার ওপর দম আবশ্যক হবে। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে তার জন্য আবশ্যক হলো একটি সদকাতুল ফিতর সদাকাহ দেওয়া। আদ্দুররুল মুখতার এবং রদ্দুর মুহতার: ২/৫৫৩, গুনইয়াতুন নাসিক: ২৭৭-২৭৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন