আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইস্তিলামের দু‘আ

প্রশ্নঃ ১০১২৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাওয়াফ এর সময় প্রতি চক্করের শুরুতে ইস্তিলাম এর সময় প্রতিবার কি "বিসমিল্লাহি আল্লাহু আকবার" বলতে হয় নাকি শুধু "আল্লাহু আকবার" বলতে হয়? হাজরে আসওয়াদ মুখী হয়ে তাকবীরে তাহরীমার মত দুই হাত তুলতে হয়, না এক হাত তুলতে হয়? সাত বার শেষ হওয়ার পর পুনরায় কি হাজরে আসওয়াদের দিকে মুখ করে ইসতিলাম করতে হয়?

২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হাজরে আসওয়াদ বরাবর এসে তাওয়াফের নিয়ত করবে। অর্থাৎ এভাবে মনে মনে বলবে, হে আল্লাহ! আমি হজ্বের/উমরার তাওয়াফ করছি। আমার জন্য তা সহজ করে দিন এবং কবুল করে নিন। এরপর নামাযে তাকবিরে তাহরীমা বলার সময় যেভাবে হাত উঠানো হয় সেভাবে উভয় হাতের তালু হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহর দিকে ফিরিয়ে বলবে
بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَلِلّٰهِ الْحَمْدُ ، وَالصَّلٰوةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ الله - اَللّٰهُمَّ إِيمَانًا بِكَ، وَتَصْدِيْقًا بِكِتَابِكَ، وَوَفَاءً بِعَهْدِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তবে শুধু بِسْمِ اللهِ وَللهُ اَكْبَرْ বললেও চলবে। মানাসিকে মোল্লা আলী কারী -১৩০
এর পর প্রতি চক্করে হাজরে আসওয়াদ বরাবর এসে তাকবীর اَللهُ أَكْبَرُ বলবে।
টিকা: ইসতিলাম হজ্ব ও উমরার একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল, যা তাওয়াফের সময় হাজরে আসওয়াদ স্পর্শ করা, চুমু খাওয়া, বা দূর থেকে ইঙ্গিত করার মাধ্যমে সম্পন্ন করা হয়। আবার রুকনে ইয়ামানিকে হাত দ্বারা স্পর্শ করাকেও ইসতিলাম বলে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন