আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

দম আদায় না করে দেশে চলে আসলে করণীয়

প্রশ্নঃ ১০১২৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি হজ পালন করতে গিয়ে এমন একটি নিষিদ্ধ কাজ করছে যার দ্বারা তার উপর দম দেওয়া ওয়াজিব সে না জানার কারণে তা আদায় না করেই দেশে ফিরে আসে অতঃপর সে জানল যে তার উপর দম দেওয়া আবশ্যক এখন সে কি করার?

২৯ এপ্রিল, ২০২৫
লাকসাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো, সৌদিতে থাকা বিশ্বস্ত কোনো ব্যক্তির মাধ্যমে হারামের সীমানার ভেতরে একটি দম (বকরি) জবাই করিয়ে দেওয়া। হারামের সীমানার বাইরে করলে/নিজ দেশে করলে দম আদায় হবে না।

ذبحه فى الحرم، فلو ذبح فى غيره لا يجزيه عن الذبح (غنية الناسك، مطلب فى شرائط جواز الدم-140، جديد-262)
ولا يجوز ذبح الهدايا إلا فى الحرم (قدورى-70)

দম আদায় না করে দেশে এসে যাওয়ার কারণে গুনাহ হয়নি। কেননা, জরিমানা দম বিলম্বে আদায় করারও অবকাশ আছে। তবে কোনো ওজর না থাকলে দম আদায়ে বিলম্ব না করাই উত্তম।

কেননা , হজ্ব ও উমরার দম হারামের এলাকায় জবাই করা জরুরি। হারামের বাইরে জবাই করলে তা দ্বারা দম আদায় হবে না। তাই নিজে কিংবা অন্য কারো মাধ্যমে সেখানেই যবাই করার মাধ্যমে দম আদায় করতে হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন