আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হজ্বে দম/সদাকা কখন দিতে হয়? সদাকাহ দ্বারা কি উদ্দেশ্য?

প্রশ্নঃ ১০১২৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বে দম বা সদকা কখন দিতে হয় ? এবং দম” ও "সদকা" দ্বারা কি উদ্দেশ্য?

২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হজ্ব বা উমরাতে যেসব কাজ হারাম শরীফ বা ইহরামের কারণে হারাম/নিষিদ্ধ হয়, সেগুলো করার কারণে বা হজ্বের কোন ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে
"দম" ওয়াজিব হয়। আবার এমন কিছু ভুল-ত্রুটিও হয় যার কারণে দম ওয়াজিব হয় না তবে সদকা ওয়াজিব হয়। "দম" বলতে সাধারণভাবে একটা পূর্ণ বকরী, ভেড়া বা দুম্বা, কিংবা গরু, মহিষ ও উটের এক সপ্তমাংশ বোঝায়। আর "সদকা" বলতে সাধারণভাবে একটা ফিতরা পরিমাণ দান করাকে বোঝায়। ইরশাদুস সারী লি শারহি সহীহিল বুখারী ৫৫৩; আদদুররুল মুখতার ৩/৬৫০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন