আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০১১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসলমান যদিকবিরা গুনাহ করে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহন্নামি হবে। ির হামজা হুজুর বলেছেন, আমার মতে ও তা সঠিক আপনার মত কি।নাকি ইহুদি খ্রিস্টান রা গুনাহে লিপ্ত হওয়ার জন্য এস্ জাল হাদিস বানিয়েছে।

৭ নভেম্বর, ২০২১
সীতাকুন্ড

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




কবিরা গুনাহকারী ব্যক্তি আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারেন, আবার তার অপরাধের কারণে শাস্তিও দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করবে। যে আকিদার কথা আপনি উল্লেখ করেছেন, এটি ইসলামের ব্যাপারে বিভ্রান্তিমূলক আকিদা। কবিরা গুনাহকারী ব্যক্তি তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাবে। যদি কোনো কারণে তিনি কবিরা গুনাহ করার পর মৃত্যুবরণ করেন, এ ক্ষেত্রে তিনি আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করবেন।
অসংখ্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে, যারা জাহান্নামে যাবে, তাদের মধ্য থেকে একদলকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যাদেরকে আল্লাহর নবী (সা.) জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। সুতরাং, আপনি যে আকিদার কথা বলেছেন, এটি সহীহ আকিদা পোষণকারী আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা নয়, বরং এটি মু'তাযিলা সম্প্রদায়ের বিভ্রান্তমূলক পথভ্রষ্ট আকিদা।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন