আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইহরাম অবস্থায় (detergent powder) ডিটারজেন্ট পাউডার ও হ্যান্ডওয়াশ ব্যবহার করা

প্রশ্নঃ ১০১১৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, (ক) কাপড় ধৌত করার জন্য সুগন্ধীযুক্ত ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা যাবে কিনা?(খ) দুই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করেছে। এখন তাদের উপর কি ওয়াজিব হবে?

২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


(ক) ইহরাম অবস্থায় কাপড় ধৌত করার জন্য সুগন্ধিযুক্ত ওয়াশিং পাউডার বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। কেননা এতে দুই হাতের ন্যূনতম কব্জি পর্যন্ত সুগন্ধিযুক্ত হয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী সুগন্ধীমুক্ত জার্মনিল ডিটারজেন্ট পাউডার বাজারে এনেছে। ইহরাম অবস্থায় এগুলো ব্যবহার করা যাবে।
(খ) ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত হয়নি। এর ক্ষতিপূরণস্বরূপ সামান্য পরিমাণ সদাকাহ করে দেওয়া উচিত। কাজেই তাদের জন্য করণীয় হলো, এক মুষ্টি খাবার কিংবা তার সমমূল্য (দু/চার রিয়াল) সদাকাহ করে দেওয়া। ফতোয়া হিন্দিয়া:১/২৪১ (রশিদিয়া পাকিস্তান), আলমুহিতুল বুরহানী: ২/৪৪৫ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ) ফতোয়া হিন্দিয়া: ২/২৪০-২৪১ (দারুল ফিকির)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন