ইহরামের ফরয, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাবসমূহ
প্রশ্নঃ ১০১০০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহরামের ফরয, ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাব গুলো কিকি?
২৭ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইহরাম অবস্থায় যেকাজগুলো ফরয
১. নিয়ত করা।
২. তালবিয়া পড়া(১)।
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
উচ্চারণ: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক।
অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব একমাত্র আপনারই। আপনার কোনো শরিক নেই।
টিকা: (১) তালবিয়া হলো একটি গুরুত্বপূর্ণ দু‘আ, যা হাজ্বীরা হজ্ব বা উমরার সময় ইহরাম বাঁধার পর থেকে মসজিদে হারামে/তাওয়াফে প্রবেশের আগ পর্যন্ত বারবার পাঠ করেন। এটি হজ্ব ও উমরার অন্যতম শিআর (বিশেষ নিদর্শন) এবং ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ।
ইহরাম অবস্থায় যেকাজগুলো ওয়াজিব
১. মীকাত থেকে ইহরাম বাঁধা।
২. ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বর্জন করা।
৩. শরীরের মাপে বানানো পোষাক পুরুষরা পরিধান না করা।
ইহরাম অবস্থায় যেকাজগুলো সুন্নত
১. হজ্বের মাস অর্থাৎ শাওয়াল শুরু হওয়ার পর ইহরাম বাঁধা। শাওয়ালের আগে ইহরাম বাঁধলে মাকরূহ হবে।
২. নিজ বাসস্থান থেকে মক্কা যাওয়ার পথে যে মীকাত পড়বে সেখান থেকে ইহরাম বাঁধা।
৩. ইহরাম বাঁধার পূর্বে গোসল বা অজু করা।
৪. পুরুষদের জন্য এমন লম্বা কাপড় (সেলাইবিহীন লুঙ্গি) পরিধান করা যা নাভি থেকে হাঁটু পর্যন্ত ভালোভাবে ঢেকে রাখে এবং এমন লম্বা চাদর ব্যবহার করা, ইযতিবার সময় ডান বগলের নিচ থেকে বাম কাঁধের উপর সহজ্বে রাখা যায়।
৫. মাকরূহ ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার পূর্বে দুই রাকাত নামায আদায় করা।
৬. ইহরাম বাঁধার পর উমরার তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকা।
৭. পুরুষদের জন্য উঁচু আওয়াযে তালবিয়া পাঠ করা।
৮. ইহরামের জন্য গোসল করার পর গায়ে সুগন্ধি মাখা। ইহরামের কাপড়ে আতর/সুগন্ধি লাগাবে না। কেননা ইহরামের কাপড়ে এমন আতর বা সুগন্ধি লাগানো নিষিদ্ধ যা ইহরামের পরও লেগে থাকে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য।
বিশেষত, গাড়ীতে উঠতে, গাড়ী থেকে নামতে, কোনো উঁচু স্থানে উঠতে, নিচু স্থানে নামতে, প্রত্যেক নামাযের পর ইত্যাদি মুহূর্তে তালবিয়া পড়া মুস্তাহাব।
যেকোনো নামাযের পর, ঘর/হোটেল থেকে বের হওয়ার সময়, প্রবেশের সময়, সাক্ষাতের সময়, বিদায়ের সময়, উঠতে-বসতে, সকাল-সন্ধ্যায়, মোটকথা যে কোনোভাবে অবস্থার পরিবর্তন হলে সে সময়ে তালবিয়া পড়া মুস্তাহাব।
যখনই তালবিয়া পড়া হবে তখন লাগাতার তিনবার পড়া মোস্তাহাব।
তালবিয়ার স্থলে لَا إِلٰهَ إِلاَّ اللّٰهُ (লা ইলাহা ইল্লাল্লাহ) বা اَللهُ أَكْبَرْ (আল্লাহু আকবার) বাক্যগুলোও বলা যায়, তবে তালবিয়ার শব্দগুলো বলাই সুন্নত।
ইহরাম অবস্থায় যেকাজগুলো মুস্তাহাব
১. ইহরাম বাঁধার পূর্বে গোঁফ ছোট করা।
২. নখ কাটা।
৩. শরীরের অবাঞ্চিত লোম পরিষ্কার করা।
৪. ইহরামের আগে সম্ভব হলে স্ত্রী সহবাস করে নেওয়া।
৫. ইহরামের নিয়তে গোসল করা এবং গোসলের পর চুল আঁচড়ানো।
৬. পুরুষের কাপড় দুটি নতুন হওয়া। পুরাতন হলে পরিষ্কার হওয়া।
৭. দুই ফিতা স্যান্ডেল পরা।
৮. ইহরামের নিয়ত মুখে উচ্চারণ করা।
৯. নিষিদ্ধ অথবা মাকরূহ ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার পূর্বে দুই রাকাত নামায আদায় করে বসা অবস্থায় নিয়ত করা ও তালবিয়া পাঠ করা।
১০. ইহরামের গোসলের পর মাথায় ও দাঁড়িতে তেল মাখা। তেলে সুগন্ধি থাক বা না থাক।
১১. পুরুষের জন্য সাদা কাপড়ে ইহরাম বাঁধা।
والله اعلم بالصواب
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১