আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

এয়ারপোর্টে (ইমিগ্রেশন পার হওয়ার সময়) নামাযের হুকুম

প্রশ্নঃ ১০০৯৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘর থেকে বের হবার পর এয়ারপোর্টে (ইমিগ্রেশন পার হওয়ার সময়) যে ফরয নামাযগুলো আসবে তা কি কসর হবে?

২৭ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ঢাকায় বসবাসকারীগণ এয়ারপোর্টে (ইমিগ্রেশন পার হওয়ার সময়) মুসাফির নন। এজন্য ঢাকায় বসবাসকারীগণ এয়ারপোর্টের ভেতর ফরয নামায আদায় করলে মুকীম হিসাবে পূর্ণ নামায পড়তে হবে। আর যারা ঢাকা জেলার বাহির থেকে এয়ারপোর্টে (ইমিগ্রেশন পার হওয়ার জন্য) উপস্থিত হয়েছেন, তারা এয়ারপোর্টে মুসাফির।
মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস ৪৩২৩, ৪৩১৯, ৪৩২১; কিতাবুল আছল ১/২৩২; বাদায়েউস সানায়ে ১/২৬৪, ২৭৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৯৩; আলমুহীতুল বুরহানী ২/৩৮৭, ৪০১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন