আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হজ্বের ফরয, ওয়াজিব, এবং সুন্নতসমূহ

প্রশ্নঃ ১০০৯৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বের ফরয, ওয়াজিব, এবং সুন্নত গুলো কি?

২৭ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হজ্ব অবস্থায় যেকাজগুলো ফরয
১. ইহরাম বাঁধা।
২. ৯ই যিলহজ্ব দ্বিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা।
৩. বাইতুল্লাহ তাওয়াফ করা (তাওয়াফে জিয়ারত)।


হজ্ব অবস্থায় যেকাজগুলো ওয়াজিব
১. ৯ই যিলহজ্ব দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করা।
২. জামারায় (শয়তানের প্রতিকৃতি স্তম্ভে) তিন দিন পাথর মারা।
৩. কুরবানী করা।
৪. মাথা মুণ্ডানো।
৫. সাফা-মারওয়া সায়ী করা (৭চক্কর দিবে) (শুরু করবে সাফা থেকে এবং মারওয়ায় গিয়ে শেষ করবে)।
৬. افاقي তথা হারামের সীমানার বাহির থেকে আগমনকারীদের জন্য বিদায়ী তাওয়াফ করা।


হজ্ব অবস্থায় যেকাজগুলো সুন্নত
১. মুফরিদ (যারা শুধু হজ্ব পালন করেন) এবং কারিন (যারা হজ্ব ও উমরা একত্রে পালন করেন) ব্যক্তিদের জন্য তাওয়াফে ক্বুদূম করা।
২. তাওয়াফে ক্বুদূমে রমল করা। অর্থাৎ কাবার চারপাশে তাওয়াফের প্রথম তিন চক্করে দ্রুতগতিতে হাঁটা। যদি তাওয়াফে ক্বুদূমে রমল না করা হয়, তবে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে বিদায়ে রমল করা।
৩. ইমামের তিনটি স্থানে খুতবা প্রদান করা।
এক. ৭ই জিলহজ্ব মক্কায়।
দুই. ৯ই জিলহজ্ব আরাফার ময়দানে।
তিন. ১১ই জিলহজ্ব মিনায়।
৪. ৯ই জিলহজ্বের রাতে ৮ তারিখ সূর্যাস্ত থেকে ৯ই জিলহজ্ব রাত আরম্ভ মিনায় অবস্থান করা।
৫. ৯ই জিলহজ্ব সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় যাওয়া।
৬. হজ্বের ইমাম আরাফা থেকে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনার পর সাধারণ হাজীগণ বের হওয়া।
৭. আরাফা থেকে ফেরার সময় মুজদালিফায় রাতে অবস্থান করা।
৮. আরাফায় গোসল করা।
৯. মিনায় অবস্থানের রাতগুলোতে অবস্থান করা।
১০. মিনা থেকে ফেরার সময় মুহাসসবে (মুহাসসব উপত্যকায়) সামান্য সময়ের জন্য হলেও অবস্থান করা।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন