আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৪৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দশম শ্রেণিতে GPA-5পেয়ে উত্তীর্ণ হয়েছি। এখন ৮-১৫জানুয়ারি পর্যন্ত আমাদের কলেজে ভর্তির আবেদনের সময়।আমি করোনার বন্ধের দিনে বিভিন্ন ধরনের অনেক ইসলামিজ বই পড়েছি। আলহামদুলিল্লাহ্ ইসলাম সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে । তাই আমি এসএসসি পরীক্ষাও দিতে না করে ছিলাম । তবুও কষ্ট করে পরীক্ষাটা দেই। গত৩১ই ডিসেম্বর আমার ফল প্রকাশ করে। এখন আমার ইচ্ছা আমি আর পড়াশোনা করব না। কিন্তু আমার আন্মুর ইচ্ছা আমি কলেজে পড়াশোনা করি । আমি আমার আম্মুকে বলি, আমি কলেজে পড়াশোনা করব না যদি পড়াশোনা করতে হয় তাহলে আমি কওমি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করব। কিন্তু আমার আম্মু আমাকে বললেন আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবেন বা। আর আমি যদি ওনাকে বুঝাতে যাই তাহলে ওনি আমাকে বলেন আমাকে বুঝাতে আসছিস নাকি? তাছাড়া ওনি রেগেযান। এই বিষয় নিয়ে ওনার সাথে আমার ঝগড়া পর্যন্ত হয়েছে। আমাদের পরিবারের সবাই রাজি থাকলেও ওনি কিছুতেই রাজী হন না। এদিকে সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই মুহুর্তে আমার কি করণীয় অনুগ্রহ করে যদি জানিয়ে দিন তাহলে আমি অনেক উপকৃত হতাম। আমি আমার আম্মুর সাথে ঝগড়া করে পাড়ি না। আমি আমার আম্মুর মুখের ওপর কখনো কথা বলি না। কিন্তু এই বিষয়ে বলতে হচ্ছে। কিন্তু তবুও তিনি মানেন তো নাই আবার তিনি আমাকে অনেক বকাঝকা করেন। ওনার ইচ্ছে আমি বড় হয়ে চাকরি করি। কিন্তু আমার ইচ্ছা আমি চাকরি করব না। আমি ইসলামের সকল নিয়ম মেনে চলব। ওনার মধ্যে একেবারে দিনধারিত্ব নেই এরকমও না। কিন্তু ওনার আত্মশুদ্দি নেই। আলহামদুলিল্লাহ আমার মুফতী মনসুরুল হকের বই পড়ে ও বয়ান শুনতে শুনতে কিছু একটা আত্মশুদ্ধি হয়ে গেছে। আবার আমার ভাই ও আমার সাথে GPA-5 পেয়েছে। এখন এক ঘরে ২টা A+ পেয়ে ওনি ওবাড়ির আশেপাশের সকলেই অনেক উপর খুশি। আলহামদুলিল্লাহ A+ আমার গায়ে ও লাগে নাই যার কারণে আমার মধ্যে রিয়াও আসে নাই। আমি জানি কলেজে পড়লে আমার কি ক্ষতি হবে।

বিশেষ দ্রষ্টব্য :আমি একজন বালেগা মেয়ে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৯ জানুয়ারী, ২০২২
ঢাকা
১১৮৭৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি মোহাম্মদ বদরুল আলম ভাই
সিঙ্গাপুর
আমার এক ভাই জিজ্ঞেস করেছিলো, উনি একটা কোম্পানিতে চাকরি করে, তার কাজে লাইট ব্যবহার করা লাগে, কোম্পানি থাকে তার কাজ করার জন্য একটি লাইট প্রদান করেছে কোম্পানির কাজের জন্য ,
এখন আমার প্রশ্ন হল উনি কি এই লাইট ব্যক্তিগত কাজে বা দেশে নিয়ে যেতে পারবে ?
এমন অনেক জিনিস আছে কম্পানির ম্যানেজমেন্ট দিয়ে থাকে আমাদেরকে কাজে ব্যবহার এর জন্য, আমরা এইসব জিনিসপত্র আমাদের কাজের বাহিরে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো কি?
খুব তারাতাড়ি জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২২ ডিসেম্বর, ২০২১
Tuas S Blvd