আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৫৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শাইখ আমার ২টি প্রশ্ন ছিল।
উত্তর দিলে অনেক কৃতজ্ঞ হব..!

১. জুম্মা মোবারক বলা কি বিদাত..?
২. আমরা নব হিদায়াত পাওয়ার পর দেখছি,
আমাদের আশেপাশে চারিদিকেই শুধু ফিতনা আর ফিতনা।
যদিও হিদায়েত পাওয়ার আগে এগুলো সবই স্বাভাবিক মনে হতো। আমি শুনেছি গায়রে মাহরাম পুরুষদের চোখে চোখ রেখে কথা বললে গুনাহ হয়। আমারা যারা জেনারেল লাইনে পড়াশুনা করি তাদের সর্বদাই স্কুল, কলেজে গায়রে মাহরম শিক্ষকদের সাথে পড়াবিষয়ক কথা বলার প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সম্প্রতি H.S.C পরিক্ষা দিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। কিন্তু এইযে গায়রে মাহরমের বিষয় ও আরও নামারকম বিষয় গুলো যা ফিতনার সাথে সম্পর্কিত আমাকে দারুণভাবে ভাবাচ্ছে। যদিও আমি শিক্ষা অর্জন করে এর আলোকে ইসলামেরই খিদমত করতে চাই,
আমাকে দয়া করে কিছু পরামর্শ দিলে খুব উপকৃত হব..!!

অগ্রিম ধন্যবাদ।
আল্লাহ আপনাকে নেক প্রতিদান দান করুক।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ জানুয়ারী, ২০২২
Shiruail
৬৯০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা জানতে চাচ্ছি

গ্রন্থঃ সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) | অধ্যায়ঃ ৫৫/ ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী (كتاب الفتن وأشراط الساعة) | হাদিস নাম্বারঃ ৭১৪২

২৩. কিয়ামত নিকটবর্তী হওয়া

৭১৪২। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তাঁর নিকট মুহাম্মাদ নামক এক আনসারী বালক উপিস্থিত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে।

গ্রন্থঃ সহীহ মুসলিম (হাদীস একাডেমী) | অধ্যায়ঃ ৫৪। বিভিন্ন ফিতনাহ ও কিয়ামতের লক্ষনসমূহ (كتاب الفتن وأشراط الساعة) | হাদিস নাম্বারঃ ৭৩০০  (২৯৫৩)

২৭. কিয়ামত সন্নিকটবর্তী

৭৩০০-(১৩৭/২৯৫৩) আবূ বাকর ইবনু আবু শাইবাহ্ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। একদিন এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন তার কাছে মুহাম্মাদ নামে এক আনসারী বালক উপস্থিত ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৪২, ইসলামিক সেন্টার ৭১৯৪)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুসলিম বাংলা ইফতা বিভাগ
২৯ নভেম্বর, ২০২২
ঢাকা ১২০৯