আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৭৬৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার বয়স ৪০ বছর আমার প্রেসার এর সমস্যা রয়েছে কোন সময় অনেক বেড়ে যায় আবার কোন কোন সময় অনেক কমে যায়। ডায়াবেটিকস রয়েছে মাঝে মধ্যে সুগার এমন ভাবে কমে যায় নামাজে বসা থেকে উঠে দাঁড়ানোর পরে চোখে কিছুই দেখি না।
আমি পর পর ২ টা রোজা রাখতে পারি নাই সফর এর জন্য আর ১ টা রোজা ক্লান্তি ও মানুষিক দুশ্চিন্তার কারনে ভেঙ্গে ফেলেছি
কাফারা করার নিয়মে বলা হয়েছে একাধারে ৬০ রোজা রাখতে হবে অথবা ৬০ জন মিসকিন কে ২ বেলা খাবার দিতে হবে।
আমি একা ধারে ৬০ টা রোজা রাখতে পারবো না।
আমার এমন সামর্থ নেই ৬০ জন মিসকীনকে ২ বেলা খাবার খেতে দিবো।
আমি কি করবো আল্লাহ্ কি আমাকে এর জন্য সাজা দিবেন
আমি ঈদের পরে যে রোজা ভেঙ্গেছি তা কাজা করতে পারবো।
আমার করণীয় কি ??
জাযাকাল্লাহ খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৮ এপ্রিল, ২০২২
ঢাকা ১২২৯
১৭১৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার প্রশ্নটি হচ্ছে, আমি রোযা অবস্থায় ছিলাম ফজরের পর আমার স্বামী ঘরে আসে।যদিও আমার ইচ্ছে ছিলো না তবুও আমার স্বামীর ডাকে সারা দিয়ে শারিরিক সম্পর্কে জরিয়ে যাই।কিন্তু আমি অমত/বারণ করি নি এই জন্য যে আমাদের ইচ্ছে ছিলো আমরা শেষ অব্দি যাবো না।কিন্তু অনিচ্ছা তেই আমাদের রোযা ভেঙে যায় এবং এর পর পুনরায় আমরা মিলিত হই এবং খাহেশাত পূরণ করি।
এখন কি আমাদের উভয়ের উপর রোযার কাফফারা ফরজ হয়েছে??
আর যদি হয়ে থাকে তাহলে কাফফারা কিভাবে দিবো?
আমরা ৬০ টি রোযা রাখতে অক্ষম।
উত্তরটি পরিস্কার করে জানাবেন দয়াকরে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৯ এপ্রিল, ২০২২
সাভার
১৭০৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়খ আমরা জানি হাদীসে আছে শয়তান কে রমজান মাসে বেঁধে রাখা হয়, এবং হাদীসে এটাও আছে যে জামায়াতে কাতার এর মাঝো ফাঁকা রাখলে সেখানে শয়তান একটি বোকরির আকার ধারণ করে দাড়ায়, অন্য আরেকটি হাদীস বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া শুরু করলে শয়তান তার সাথে খায়, এখন আমার প্রশ্ন হলো রমজান মাসে তো শয়তান বাঁধা থাকে তাহলে খাবারের শুরুতে এবং কাতারের মাঝে ফাঁকা রাখলে শয়তান আসতে পারবে কি? যদি আসে তাহলে প্রথম হাদীস এর বিপরীত হয়ে যাচ্ছে আর না আসলে দ্বিতীয় এবং তৃতীয় হাদীস এর বিপরীত হয়ে যাচ্ছে! দয়া করে আমার কনফিউশান টা দূর করার জন্য যথাযত উত্তর দিবেন...
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
লক্ষ্মীপুর
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা