আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
৮৬৮। ইবনে মুকাতিল (রাহঃ) ......... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি মিম্বরে বসা অবস্থায় মুয়াযযিন আযান দিলেন। মুয়াযযিন বললেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” মুআবিয়া (রাযিঃ) বললেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার।” মুয়াযযিন বললেন, “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু” তিনি বললেন এবং আমিও (বলছি “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু”)। মুয়াযযিন বললেন, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” তিনি বললেন, এবং আমিও (বলছি ..“আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”)। যখন (মুয়াযযিন) আযান শেষ করলেন, তখন মুআবিয়া (রাযিঃ) বললেন, হে লোক সকল! তোমরা আমার থেকে যে বাক্যগুলো শুনেছ, তা রাসূলুল্লাহ (ﷺ) কে মুয়াযযিনের আযানের সময় এ মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি।*
*ইকামতসহ হিসাব করলে আযান তিনবার হয়ে যায়। এমতাবস্থায় প্রথম আযানের শাব্দিক জবাব দান ও ইকামত তথা তৃতীয় আযানের জবাবদান মুস্তাহাব। তবে দ্বিতীয় তথা খতীব খুতবা দানের জন্য মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তার প্রসঙ্গে ফাতওয়ার গ্রন্থাদিতে বলা হয়েছে “নিঃশব্দে জবাব দিতে পারেন, তবে দু'আ-মুনাজাত খতীব ও মুসল্লী কেউই করবে না।”

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন