আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১২৫৬
আন্তর্জাতিক নং: ৬১০-১
৩১. পাঁচ ফরয নামাযের সময়
১২৫৬। কুতায়বা ইবনে সাঈদ ও মুহাম্মাদ ইবনে রূমহ (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) একদিন আসরের নামাযে কিছুটা দেরী করলেন। তখন উরওয়া (রাহঃ) তাঁকে বললেন, এতে কোন সন্দেহ নাই যে, জিবরাঈল (আলাইহিস সালাম) অবতরণ করেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমাম হয়ে নামায আদায় করেন। উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) বললেন, হে উরওয়া! তুমি যা বলবে, বুঝে বলবে। তিনি (উরওয়া) বললেন, আমি বাশীর ইবনে আবু মাসউদকে বলতে শুনেছিঃ তিনি বলেন, আমি আবু মাসউদ (রাযিঃ) থেকে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, জিবরাঈল (আলাইহিস সালাম) নাযিল হয়ে আমার ইমামতি করেন। আমি তাঁর সঙ্গে নামায আদায় করি। তারপর তাঁর সঙ্গে আবার নামায আদায় করি। তারপর তার সঙ্গে নামায আদায় করি। তারপর তার সঙ্গে আবার নামায আদায় করি। তারপর তার সঙ্গে আবার নামায আদায় করি। তারপর তাঁর সঙ্গে আবার নামায আদায় করি। তিনি তাঁর অঙ্গুলি দ্বারা (এরূপ) পাঁচ ওয়াক্ত নামায গণনা করেন।
باب أَوْقَاتِ الصَّلَوَاتِ الْخَمْسِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ . فَقَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ " . يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১২৫৬ | মুসলিম বাংলা