আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৬৯
৪৯৩. ইশার নামাযে কিরাআত।
৭৩৩। খাল্লাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... বারাআ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে ইশার নামাযে وَالتِّينِ وَالزَّيْتُونِ পড়তে শুনেছি। আমি তাঁর চাইতে সুন্দর কন্ঠ অথবা সুন্দর কিরাআত শুনিনি।

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী কর্তৃক ইমামের ইশার নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. ইশার নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, ইশার নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন