আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৭০
৪৯৪. প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘ করা ও শেষ দু’রাকআতে তা সংক্ষেপ করা।
৭৩৪। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) সা’দ (রাযিঃ)-কে বললেন, আপনার বিরুদ্ধে তারা (কূফাবাসীরা) সর্ব বিষয়ে অভিযোগ করেছে, এমনকি নামায সম্পর্কেও। সা’দ (রাযিঃ) বললেন, আমি প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘ করে থাকি এবং শেষের দু’রাক'আতে তা সংক্ষেপ করি। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে যেরূপ আদায় করেছি, অনুরূপই নামায আদায়ের ব্যাপারে আমি ত্রুটি করিনি। উমর (রাযিঃ) বললেন, আপনি ঠিকই বলেছেন, আপনার ব্যাপারে ধারণা তো এরূপই হবার ছিল, কিংবা (তিনি বলেছিলেন) আপনার সম্পর্কে আমার এরূপই ধারণা।
