আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৬৮
৪৯২. ইশার নামাযে সিজদার আয়াত (সম্বলিত সূরা) তিলওয়াত।
৭৩২। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু রাফি’ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) এর সঙ্গে ইশার নামায আদায় করলাম। তিনি إِذَا السَّمَاءُ انْشَقَّتْ সূরাটি তিলাওয়াত করে সিজদা করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এ সিজদা কেন? তিনি বলেন, আমি আবুল কাসিম (ﷺ) এর পিছনে এ সূরায় সিজদা করেছি, তাই তার সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আমি এতে সিজদা করব।
