আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১- ঈমানের অধ্যায়
হাদীস নং: ২৪২
আন্তর্জাতিক নং: ১৩৩
- ঈমানের অধ্যায়
৫৯. ঈমান সম্পর্কে ওয়াসওয়াসার (সংশয়) সৃষ্ট হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে
২৪২। ইউসুফ ইবনে ইয়াকুব আল সাফফার (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ)-কে ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ তা প্রকৃত ঈমান।
كتاب الإيمان
باب بَيَانِ الْوَسْوَسَةِ فِي الإِيمَانِ وَمَا يَقُولُهُ مَنْ وَجَدَهَا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ عَثَّامٍ، عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْوَسْوَسَةِ قَالَ " تِلْكَ مَحْضُ الإِيمَانِ " .
হাদীসের ব্যাখ্যা:
ওয়াসওয়াসা মুমিন ব্যক্তিকে বিচলিত করে। সে তার ঈমান এবং আমলের যাচাই করা শুরু করে। মন্দ চিন্তাকে তার অন্তর থেকে মুছে ফেলে দেয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। মনের কলুষতার জন্য ওয়াসওয়াসার সৃষ্টি হয় না, বরং ওয়াসওয়াসার উদ্ভব হওয়ার কারণে মুমিন ব্যক্তির অন্তরে মন্দকে প্রতিরোধ করার এক দুর্বার শক্তি সৃষ্টি হয়। এ কারণেই নবী করীম (ﷺ) মুমিনের অন্তরের সংগ্রাম ও সংঘর্ষকে খালেস ঈমান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)