আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২৪১
আন্তর্জাতিক নং: ১৩২-২
- ঈমানের অধ্যায়
৫৯. ঈমান সম্পর্কে ওয়াসওয়াসার (সংশয়) সৃষ্ট হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে
২৪১। মুহাম্মাদ ইবনে বাশশার, মুহাম্মাদ ইবনে আমর ইবনে জাবালা ইবনে আবু রাওয়াদ ও আবু বকর ইবনে ইসহাক (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الإيمان
باب بَيَانِ الْوَسْوَسَةِ فِي الإِيمَانِ وَمَا يَقُولُهُ مَنْ وَجَدَهَا
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ .

হাদীসের ব্যাখ্যা:

ওয়াসওয়াসা মুমিন ব্যক্তিকে বিচলিত করে। সে তার ঈমান এবং আমলের যাচাই করা শুরু করে। মন্দ চিন্তাকে তার অন্তর থেকে মুছে ফেলে দেয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। মনের কলুষতার জন্য ওয়াসওয়াসার সৃষ্টি হয় না, বরং ওয়াসওয়াসার উদ্ভব হওয়ার কারণে মুমিন ব্যক্তির অন্তরে মন্দকে প্রতিরোধ করার এক দুর্বার শক্তি সৃষ্টি হয়। এ কারণেই নবী করীম (ﷺ) মুমিনের অন্তরের সংগ্রাম ও সংঘর্ষকে খালেস ঈমান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)