আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২৪৩
আন্তর্জাতিক নং: ১৩৪-১
- ঈমানের অধ্যায়
৫৯. ঈমান সম্পর্কে ওয়াসওয়াসার (সংশয়) সৃষ্ট হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে
২৪৩। হারুন ইবনে মা’রুফ ও মুহাম্মাদ ইবনে আব্বাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ মানুষের মনে নানা প্রশ্নের উদয় হয়। এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টি জগততো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কে আল্লাহ কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয়, সে যেন বলে, “আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি।”
كتاب الإيمان
باب بَيَانِ الْوَسْوَسَةِ فِي الإِيمَانِ وَمَا يَقُولُهُ مَنْ وَجَدَهَا
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، - وَاللَّفْظُ لِهَارُونَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ " .

হাদীসের ব্যাখ্যা:

এসব প্রশ্ন এবং ওয়াসওয়াসা সম্পর্কে মু'মিনের দৃষ্টিভঙ্গী খুব স্পষ্ট থাকা আবশ্যক। প্রশ্নকারী ও ওয়াসওয়াসা সৃষ্টিকারী শয়তান এবং নিজের নফসকে যেন স্পষ্টভাবে বলে যে, যেহেতু আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে আমি আলো লাভ করেছি তাই আমার নিকট এ ধরনের প্রশ্ন মোটেই চিন্তারযোগ্য নয়। যেরূপ সূর্যের আলো আছে কিনা তা বিচার বিবেচনা করা একজন চক্ষুম্মান ব্যক্তির জন্য অবাস্তব এবং অপ্রয়োজনীয় ঠিক সেরূপ আলোচ্য হাদীসে উল্লিখিত প্রশ্ন সম্পর্কে চিন্তাভাবনা করা একজন মু'মিন ব্যক্তির জন্য অপ্রয়োজনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)