মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫২৫
আন্তর্জাতিক নং: ২৩৩৯৬
পবিত্রতা অর্জন
(২১) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার শরীর ও কাপড়-চোপড় পবিত্র।এতদুভয়ের রক্তের স্থান ব্যতীত
হুযাইফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর পরিবারের সাথে একরাত ঘুমালাম । রাসূল (ﷺ) রাতে নামায পড়তে দাঁড়ালেন। তখন লেপের একপ্রান্ত থাকল তাঁর শরীরে আর অপর প্রাপ্ত থাকল আয়িশার শরীরের উপর। তিনি তখন ঋতুস্রাবের কারণে নামায পড়ছেন না।
كتاب الطهارة
(21) باب في طهارة بدن الحائض وثوبها حاشا موضع الدم منهما
(29) عن حذيفة (بن اليمان) رضي الله عنه قال بتَّ بآل رسول الله صلى الله عليه وسلم ليلةً فقام رسول الله صلى الله عليه وسلم يصلي وعليه طرف اللّحاف وعلى عائشة طرفه وهي حائض لا تصلي.
হাদীসের তাখরীজ (সূত্র):
"تخريجه" لم أقف عليه وقال الهيثمي رواه أحمد ورجاله ثقات.
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি অন্য কোথাও দেখি নি । হাইসুমী বলেছেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি অন্য কোথাও দেখি নি । হাইসুমী বলেছেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]