মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫২৪
আন্তর্জাতিক নং: ২৫৪৬০
পবিত্রতা অর্জন
(২০) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার কোলে কুরআন তিলাওয়াত করা বৈধ এবং তাদের মসজিদে প্রবেশ করার বিধান প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে আরও বর্ণিত আছে যে, নবী (ﷺ) মসজিদের অভ্যন্তরে থাকা অবস্থায় এক দাসীকে বললেন, আমাকে জায়নামাযটি দাও। তিনি বলেন, রাসূল (ﷺ) তা বিছিয়ে তার উপর নামায পড়তে চেয়েছিলেন। তখন সে বললো, আমি তো ঋতুবতী। তখন মহানবী (ﷺ) বললেন, তার স্রাব তার হাতে নয় ।
كتاب الطهارة
(20) باب جواز قراءة القرآن في حجر الحائض وحكم دخولها المسجد
(28) وعنها أيضًا أن النبي صلى الله عليه وسلم قال للجارية وهو في المسجد ناوليني الخمرة قالت أراد أن يبسطها فيصلي عليها، فقالت إني حائض، فقال إن حيضتها ليست في يدها.

হাদীসের তাখরীজ (সূত্র):

"تخريجه" لم أقف عليه وأورده نحوه الهيثمي عن أبي بكرة وقال رواه الطبراني في الكبير ورجاله موثقون

[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীস আমি আর কোথাও পাই নি। তবে এ রকম একটা হাদীস হাইসুমী উল্লেখ করে বলেন, হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন এবং তার রাবীগণ নির্ভরযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান