মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫২৩
আন্তর্জাতিক নং: ২৪১৮৪
পবিত্রতা অর্জন
(২০) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার কোলে কুরআন তিলাওয়াত করা বৈধ এবং তাদের মসজিদে প্রবেশ করার বিধান প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) (আমাকে) বললেন, (ঘর থেকে হাত বাড়িয়ে) মসজিদ থেকে জায়নামাযটি আমাকে এনে দাও। আমি বললাম, আমি তো ঋতুবতী। তিনি বললেন, তোমার স্রাব বা ঋতু তোমার হাতে নয়।
كتاب الطهارة
(20) باب جواز قراءة القرآن في حجر الحائض وحكم دخولها المسجد
(27) عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ناوليني الخمرة من المسجد قالت قلت أني حائض، قال إن حيضتك ليست في يدك.
হাদীসের তাখরীজ (সূত্র):
"تخريجه" (م والثلاثة).
মুসলিম, আবূ দাউদ, নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত ।]
মুসলিম, আবূ দাউদ, নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত ।]