মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫২৬
আন্তর্জাতিক নং: ২৬৮০৭
পবিত্রতা অর্জন
(২১) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার শরীর ও কাপড়-চোপড় পবিত্র।এতদুভয়ের রক্তের স্থান ব্যতীত
আব্দুল্লাহ ইবন্ শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রা)-কে বলতে শুনেছি। রাসূল (ﷺ) রাত্রে উঠে নামায পড়তেন। তখন আমি তার পাশে শুয়ে থাকতাম। যখন তিনি সিজদা দিতেন তখন তাঁর কাপড় আমার গায়ে লাগতো। তখন আমি ঋতুবতী।
كتاب الطهارة
(21) باب في طهارة بدن الحائض وثوبها حاشا موضع الدم منهما
(30) عن عبد الله بن شداد سمعت ميمونة زوج النبي صلى الله عليه وسلم تقول كان رسول الله صلى الله عليه وسلم يقوم فيصلي من الليل وأنا نائمة إلى جنبه فإذا سجد أصابني ثيابه وأنا حائض.

হাদীসের তাখরীজ (সূত্র):

"تخريجه" (ق. د. نس).

[বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান