মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৫
নামাযের অধ্যায়
(১১) ডান হাতকে বাম হাতের ওপরে রাখা বিষয়ক পরিচ্ছেদ
(৫০৫) গুদাইফ ইব্ন হারিছ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোন কথাই ভুলি নাই (অন্য এক বর্ণনায়-আমি কখনও ভুলি নাই) আমি রাসূল (ﷺ)-কে সালাতে বাম হাতের ওপর ডান হাত রাখা অবস্থায় দেখেছি।
(হায়ছামী (র) মাজমাউয যাওয়ায়েদ গ্রন্থে হাদীসখানা উল্লেখ করেন। তিনি বলেন, ইমাম আহমদ ও তবারানী (র) মু'জামুল কাবীরে হাদীসখানা বর্ণনা করেছেন এবং এর রাবীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী (র) মাজমাউয যাওয়ায়েদ গ্রন্থে হাদীসখানা উল্লেখ করেন। তিনি বলেন, ইমাম আহমদ ও তবারানী (র) মু'জামুল কাবীরে হাদীসখানা বর্ণনা করেছেন এবং এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(11) باب ما جاء فى وضع اليمين على الشمال
(505) عن غضيف بن الحارث قال ما نسيتُ من الأشياء (1) ما نسيتُ (وفى رواية لم أنس) أنَّى رأيتُ رسُول الله صلى الله عليه وسلم واضعًا يمينهُ على شماله في الصَّلاة