মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫০৪
নামাযের অধ্যায়
(১১) ডান হাতকে বাম হাতের ওপরে রাখা বিষয়ক পরিচ্ছেদ
(৫০৪) আবু হাযিম (র) থেকে বর্ণিত, তিনি সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ মানুষদেরকে সালাতে বাম হাতের ওপর ডান হাতকে রাখার নির্দেশ দেয়া হত।
আবূ হাযিম (র) বলেনঃ অত্র হাদীসখানাকে সাহল (রা) মারফু' বলেছেন-আমি এটাই জানি। আবু আব্দুর রহমান বলেন, ينمى শব্দের অর্থ হাদীসখানার সনদ রাসূল (ﷺ) পর্যন্ত مرفوع হিসেবে পৌঁছেছে।
(বুখারী (র)-সহ অনেক হাদীসগ্রন্থে হাদীসখানা বর্ণিত হয়েছে। ইমাম নববী (র) বলেছেন, হাদীসখানা সহীহ্ এবং মারফু'।)
كتاب الصلاة
(11) باب ما جاء فى وضع اليمين على الشمال
(504) عن أبى حازم عن سهل بن سعد رضى الله عنهُما قال كان النَّاس يؤمرون (5) أنَّ يضعوا اليمنى على اليسرى فى الصلاة قال أبو حازم ولا أعلم إلا ينمي (1) ذلك، قال أبو عبد الرَّحمن ينمي برفعُه إلى النَّبيِّ صلى الله عليه وآله وسلَّم
tahqiqতাহকীক:তাহকীক চলমান