মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৮৯
আন্তর্জাতিক নং: ২০৬১৫
পবিত্রতা অর্জন
(১৪) পরিচ্ছেদঃ সুন্নত গোসলসমূহের বিবরণ। এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। তৃতীয় অনুচ্ছেদঃ কাফির ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে বলা হবে।
(৪৮৯) খালীফা ইবন্ হুসাইন ইবন্ কাইস ইবন্ আসিম থেকে তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন যে, তাঁর দাদা কাইস ইবন্ আসিম নবী (ﷺ)-এর যুগে ইসলাম গ্রহণ করেন, তখন নবী (ﷺ) তাঁকে বরইপাতা (মিশ্রিত গরম ) পানি দিয়ে গোসল করতে আদেশ করলেন ।
كتاب الطهارة
(14) باب فى الاغتسالات المسنونة وفيه فصول
(الفصل الثالث في طلب الغسل من الكافر اذا أسلم)
(الفصل الثالث في طلب الغسل من الكافر اذا أسلم)
(489) عن خليفة بن حصين بن قيس بن عاصم عن أبيه أنَّ جدَّه "قيس بن عاصم" أسلم على عهد النَّبيِّ صلى الله عليه وسلم فأمره أن يغتسل بماء وسدر
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) أخرجه (الثلاثة. حب. خز) وصححا ابن السكن
[নাসায়ী, ইবন্ মাজাহ তিরমিযী, ইবন্ হাব্বান ও ইবন্ খুযাইমা কর্তৃক বর্ণিত । ইবন্ সাকান হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]
[নাসায়ী, ইবন্ মাজাহ তিরমিযী, ইবন্ হাব্বান ও ইবন্ খুযাইমা কর্তৃক বর্ণিত । ইবন্ সাকান হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]