মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৮৮
আন্তর্জাতিক নং: ৮০৩৭ -
পবিত্রতা অর্জন
(১৪) পরিচ্ছেদঃ সুন্নত গোসলসমূহের বিবরণ। এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। তৃতীয় অনুচ্ছেদঃ কাফির ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে বলা হবে।
(৪৮৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, যে ছুমামা ইবন্‌ আছাল অথবা আছালা ইসলাম গ্রহণ করেন। তখন রাসূল (ﷺ) বললেন, তাঁকে নিয়ে যাও অমুক গোত্রের বাগানে তারপর তাকে গোসল করতে আদেশ কর।
(অপর এক বর্ণনায় তাঁর থেকে বর্ণিত আছে।) সুমামা ইবন উসাল আল হানফী ইসলাম গ্রহণ করেন। তখন নবী (ﷺ) নির্দেশ করলেন, তাকে আবূ তালহার বাগানে নিয়ে যেতে, যেন তিনি গোসল করতে পারেন। তখন রাসূল (ﷺ) বললেন, তোমাদের বন্ধুর ইসলাম গ্রহণ উত্তম হয়েছে।
كتاب الطهارة
(14) باب فى الاغتسالات المسنونة وفيه فصول
(الفصل الثالث في طلب الغسل من الكافر اذا أسلم)
(488) عن أبى هريرة رضى الله عنه أنَّ ثمامة بن أثال أو أثالة أسلم
فقال رسول الله صلى الله عليه وسلم إذهبوا به إلى الحائط بنى فلان فمروه أن يغتسل
(وعنه من طريق آخر) أن ثمامة بن أثال الحنفى أسلم فأمر النبي صلى الله عليه وسلم أن ينطلق به إلى الحائط أبى طلحة فيغتسل، فقال رسول الله صلى الله عليه وسلم قد حسن إسلام صاحبكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান