মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৯০
আন্তর্জাতিক নং: ১৪৬৫১
পবিত্রতা অর্জন
(১৫) পরিচ্ছেদঃ স্নানাগারে প্রবেশের বিধান প্রসঙ্গে
(৪৯০) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন। যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে, সে যেন পরিধানের কাপড় ছাড়া গণস্নানাগারে প্রবেশ না করে। আর যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন তার স্ত্রীকে স্নানাগারে প্রবেশ করতে না দেয়। আর যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে, সে যেন এমন খাবারের টেবিলে না বসে যাতে মদ পান করা হয়। আর যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে, সে যেন এমন কোন মেয়ে লোকের সাথে একত্রিত না হয় যার সাথে মাহরাম নেই, কারণ তাদের তৃতীয় জন হয় শয়তান।
كتاب الطهارة
(15) باب فى حكم دخول الحمام
(490) عن جابر بن عبد الله رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يدخل الحمَّام إلا بمئزر، ومن كان يؤمن
بالله واليوم الآخر فلا يدخل خليلته الحمَّام، ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يقعد على مائدة يشرب عليها الخمر، ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يخلون بامرأة ليس معها ذو محرم منها فإنَّ ثالثهما الشَّيطان

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (نس. مذ) وفي إسناده ابن لهيعة، وفيه مقال مشهور

[নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদে ইবন্ লাহীয়া যার বর্ণিত হাদীস দুর্বল বলে গণ্য ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান