মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮৭
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ নামায শুরু করা এবং খুশুর সাথে আদায় করা প্রসঙ্গে।
(৪৮৭) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, নামাযের চাবি হলো পবিত্রতা আর তার তাহরীমা হল তাকবীর, আর হালালকারী হল সালাম। (অন্য এক বর্ণনামতে) নামাযের চাবি হল ওযূ আর তার তাহরীমা হল তাকবীর, আর হালালকারী হল সালাম।
(ইমাম শাফেয়ী, আবু দাউদ, ইবন মাজাহ, হাকিম মুস্তাদরাক গ্রন্থে। তিরমিযী বলেন, এ অধ্যায়ে এই হাদিসটি সবচেয়ে সহীহ, ইবনুস সাকানও হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
(ইমাম শাফেয়ী, আবু দাউদ, ইবন মাজাহ, হাকিম মুস্তাদরাক গ্রন্থে। তিরমিযী বলেন, এ অধ্যায়ে এই হাদিসটি সবচেয়ে সহীহ, ইবনুস সাকানও হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(9) باب افتتاح الصلاة والخشوع فيها
(487) عن علىٍ رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصَّلاة الطهُّور (1) وتحريمها التكبير (2) وتحليلها التسليم (3) (وفى لفظٍ) مفتاح الصلاة الوضوء وتحريمها التكبير وتحليلها التسليم