মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮৯
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ নামায শুরু করা এবং খুশুর সাথে আদায় করা প্রসঙ্গে।
(৪৮৯) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কি দেখছ–আমার মুখ এই দিকে? আমার নিকট তোমাদের খুশু-খুযু এবং রুকু-সিজদা কোনটাই গোপন নয়। আমি তোমাদেরকে পিছন হতেও দেখছি।
(একই বর্ণনাকারী থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদের খুশু-খুযু দেখতে পাই।
(একই বর্ণনাকারী থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদের খুশু-খুযু দেখতে পাই।
كتاب الصلاة
(9) باب افتتاح الصلاة والخشوع فيها
(489) عن أبي هريرة رضى الله عنه أنَّ النبى صلى الله عليه وسلم قال هل ترون قبلتى (1) ههنا؟ ما يخفى على شئ من خشوعكم وركوعكم (2) (وعنه من طريق ثان) (3) عن النبى صلى الله عليه وسلم إنِّى لأري (4) خشوعكم