মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৭২
আন্তর্জাতিক নং: ২৭১৮৭
পবিত্রতা অর্জন
(১২) অধ্যায়ঃ যে ব্যক্তি এক গোসলে বা একাধিক গোসলে তার স্ত্রীদের কাছে গমন করে
(৪৭২) রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম আবূ রাফে' (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) এক রাত্রে তাঁর সমস্ত স্ত্রীদের কাছে গমন করলেন। (অপর এক বর্ণনায় আছেঃ একদিন) তখন প্রতি স্ত্রীর কাছে গমনের পর গোসল করলেন। তখন আমি বললাম, (অপর এক বর্ণনায় আছে তখন বলা হল), ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি (শেষে) একবার মাত্র গোসল করতেন? উত্তরে বললেন, এটাই উত্তম ও অধিক পবিত্র পন্থা। অপর এক বর্ণনায় আছে, বেশী উত্তম ও অধিক পবিত্রকারী পন্থা।
كتاب الطهارة
(12) باب من طاف على نسائه بغسل واحد أو باغسال متعددة
(472) عن أبى رافع رضى الله عنه "مولى رسول الله صلى الله عليه وسلم" أن رسول الله صلى الله عليه وسلم طاف على نسائه في ليلى (وفى رواية فى يوم) فاغتسل عند كلِّ امرأة منهنَّ غسلًا فقلت (وفى رواية فقيل) يا رسول الله لو اغتسلت غسلًا واحدًا فقال هذا أطيب وأطهر (وفى رواية أزكى وأصيب وأطهر)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (نس. د. جه) وعبد الرحمن هو ابن أبي رافع وعمته هي سلمى كما صرح بذلك ابن ماجه في روايته.
[নাসায়ী, আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত .....।]
[নাসায়ী, আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত .....।]