মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৭১
আন্তর্জাতিক নং: ২১৮০
পবিত্রতা অর্জন
(১১) পরিচ্ছেদঃ যে ব্যক্তি জানাবতের গোসলের পর (তার শরীরে) শুভ্রতা দেখতে পেল
(৪৭১) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জানাবতের গোসল করলেন। তারপর যখন বের হলেন তখন দেখতে পেলেন তাঁর বাম কাঁধে একটু শুভ্রতা, যাতে পানি পৌঁছে নি। তখন তাঁর ঝুলন্ত কিছু আদ্র চুল দিয়ে শুকনো স্থানটি ভিজিয়ে নিলেন, তারপর নামায পড়তে গেলেন।
كتاب الطهارة
(11) باب فيمن وجد لمعة بعد الغسل من الجنابة
(471) عن ابن عبَّاس رضى الله عنهما قال اغتسل رسول الله صلى الله عليه وسلم من جنابة فلمَّا خرج رأى لمعة على منكبه الأيسر لم يصبها الماء فأخذ من شعره فبلَّها ثمَّ مضى إلى الصلاة
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه. قط) وفي إسناده أبو علي الرحبي اجمعوا على ضعفه
[ইবন্ মাজাহ ও দারু কুতনী কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদে আবূ আররাহী নামক এক রাবী আছেন, যিনি সকলের মতেই দুর্বল।
[ইবন্ মাজাহ ও দারু কুতনী কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদে আবূ আররাহী নামক এক রাবী আছেন, যিনি সকলের মতেই দুর্বল।