মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৭৩
আন্তর্জাতিক নং: ১১৯৪৬
পবিত্রতা অর্জন
(১২) অধ্যায়ঃ যে ব্যক্তি এক গোসলে বা একাধিক গোসলে তার স্ত্রীদের কাছে গমন করে
(৪৭৩) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) এক রাত্রে তাঁর সমস্ত স্ত্রীর কাছে গমন করতেন । (অপর এক বর্ণনায় আছে এক রাত্রে) এক গোসলের মাধ্যমে।
كتاب الطهارة
(12) باب من طاف على نسائه بغسل واحد أو باغسال متعددة
(473) عن أنس بن مالك رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كان يطوف على جميع نسائه فى ليلة (وفى رواية فى ليلة واحدة) بغسل واحد
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (ب. م والأربعة. )
[বুখারী, মুসলিম, চার সুনান গ্রন্থ ইত্যাদি কর্তৃক বর্ণিত ।]
[বুখারী, মুসলিম, চার সুনান গ্রন্থ ইত্যাদি কর্তৃক বর্ণিত ।]