মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৭
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদ: ইশার নামাযের সময় এবং বেদুইনরা ইশার পরে গল্পগুজব করা এবং ইশাকে 'আতামা' বলা মাকরূহ
(১৪৭) আবূ বারযাহ (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) ইশার নামাযের পূর্বে ঘুমাতে এবং পরে কথা বলা অপছন্দ করতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন্ মাজাহ ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন্ মাজাহ ও অন্যান্য।)
كتاب الصلاة
(9) باب وقت صلاة العشاء وكراهة السمر بعدها وتسميتها بالعتمة
(147) عن أبي برزة رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يكره النَّوم قبل العشاء ولا يحبُّ الحديث بعدها.