মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৮
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদ: ইশার নামাযের সময় এবং বেদুইনরা ইশার পরে গল্পগুজব করা এবং ইশাকে 'আতামা' বলা মাকরূহ
(১৪৮) উমর (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) মুসলমানদের জরুরী বিষয়ে রাতে আবু বকর (রা)-এর সাথে কথা বলতেন এবং আমি তাঁর সাথে থাকতাম।
(নাসাঈ ও তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
(নাসাঈ ও তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الصلاة
(9) باب وقت صلاة العشاء وكراهة السمر بعدها وتسميتها بالعتمة
(148) عن عمر رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمر عند أبي بكرٍ الليلة كذلك في الأمر من أمر المسلمين وأنا معه.