মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদ: ইশার নামাযের সময় এবং বেদুইনরা ইশার পরে গল্পগুজব করা এবং ইশাকে 'আতামা' বলা মাকরূহ
(১৪৬) একই বর্ণনাকারী বলেন, ইশার নামাযের পরে আড্ডাবাজি করতে রাসূল (ﷺ) আমাদেরকে বারণ করেছেন।
বর্ণনাকারী (অপর বর্ণনায়) বলেন যে, রাসূল (ﷺ) ইশার নামাযের পর আড্ডাবাজি করতে নিষেধ করেছেন।
খালিদ (রা) বলেন, (যিনি অপর বর্ণনাকারী) আমাদের বারণ বা নিষেধ করার অর্থ হচ্ছে আমাদেরকে দোষারোপ ও তিরস্কার করেছেন।
(ইবন মাজাহ। সনদ সহীহ।)
كتاب الصلاة
(9) باب وقت صلاة العشاء وكراهة السمر بعدها وتسميتها بالعتمة
(146) وعنه أيضًا قال كان رسول الله صلى الله عليه وسلم يجدب لنا السَّمر بعد العشاء (وعنه من طريق ثانٍ) قال جدب إلينا رسول الله صلى الله عليه وسلم السَّمر بعد العشاء. قال خالد (أحد الرُّواة) معنى جدب إلبنا يقول عابه ذمَّه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান