মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: আসর নামাযের মর্যাদা ও আসরই যে মধ্যবর্তী নামায তার বর্ণনা
(১২৮) যায়েদ ইবন্ সাবিত (রা) থেকে বর্ণিত, 'সালাতুল উসতা' সম্পর্কে মারওয়ান জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'সালাতুল উসতা' হচ্ছে যোহর। যায়েদ ইবন্ সাবিত (রা) থেকে বর্ণিত যে, মারওয়ান তাঁকে মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তা হচ্ছে যোহরের নামায।
(হাদীসটি ইলম অধ্যায়ের ৭ম পরিচ্ছেদে বিস্তারিত উল্লেখ হয়েছে।)
كتاب الصلاة
(5) باب فضل صلاة العصر وبيان أنها الوسطى
(128) عن زيد بن ثابت رضى الله عنه وقد سأله مروان عن الصلاة الوسطى فقال هى الظهر
tahqiqতাহকীক:তাহকীক চলমান