মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: আসর নামাযের মর্যাদা ও আসরই যে মধ্যবর্তী নামায তার বর্ণনা
(১২৯) আয়িশা (রা)-এর গোলাম আবূ ইউনূস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আয়িশা (রা) আমাকে কুরআনের একটি কপি লিখতে বলেন, তিনি (আয়িশা রা) বলেন, তুমি যখন কুরআনের "তোমরা নামাযের হিফাযত কর বিশেষ করে মধ্যবর্তী নামাযের” এই আয়াত পর্যন্ত পৌছবে তখন আমাকে জানাবে। আমি যখন উক্ত আয়াত পর্যন্ত পৌঁছালাম তখন তাঁকে অবহিত করলে তিনি আমাকে লিখালেন "তোমরা নামাযসমূহের হিফাযত কর বিশেষ করে মধ্যবর্তী নামাযের (আসরের নামাযের) আর তোমরা আল্লাহর সামনে দাঁড়াও একান্ত আদবের সাথে।” তিনি (আয়িশা রা) বলেন, আমি ইহা রাসূল (ﷺ)-এর নিকট থেকে এরূপ শুনেছি।
(মুসলিম শরীফ, ইমাম মালিক ও শাফেঈ (রহ) ও আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ।)
(মুসলিম শরীফ, ইমাম মালিক ও শাফেঈ (রহ) ও আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ।)
كتاب الصلاة
(5) باب فضل صلاة العصر وبيان أنها الوسطى
(129) عن أبى يونس مولى عائشة رضى الله عنها قال أمرتنى عائشة أن اكتب لها مصحفًا، قالت إذا بلغت إلى هذه الآية (حافظوا على الصلوات والصلاة الوسطى) فآذنى، فلما بلغها آذنتها فأملت علىَّ (حافظوا على الصلوات والصلاة الوسطى وصلاة العصر وقوموا لله قانتينً) قالت سمعتها
من رسول الله صلى الله عليه وآله وسلم
من رسول الله صلى الله عليه وآله وسلم