মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৭
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: আসর নামাযের মর্যাদা ও আসরই যে মধ্যবর্তী নামায তার বর্ণনা
(১২৭) সামুরা ইবন্ জুনদুর (রা) থেকে, বর্ণিত রাসূল (ﷺ) বলেছেন, 'সালাতুল উসতা' হলো আসরের সালাত।
(তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ইলম অধ্যায়ের ৭ম পরিচ্ছেদে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।)
(তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ইলম অধ্যায়ের ৭ম পরিচ্ছেদে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।)
كتاب الصلاة
(5) باب فضل صلاة العصر وبيان أنها الوسطى
(127) عن سمرة بن جندبٍ رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصلاة الوسطى صلاة العصر