মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: আসর নামাযের মর্যাদা ও আসরই যে মধ্যবর্তী নামায তার বর্ণনা
(১২৬) আব্দুল্লাহ্ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, শত্রুপক্ষের সাথে লড়াই করার কারণে নির্ধারিত সময়ের পরে রাসূল (ﷺ) আসরের নামায আদায় করেন। অনুরূপ অবস্থার কারণে রাসূল (ﷺ) বলেন, হে আল্লাহ, যারা নির্ধারিত সময়ে 'সালাতুল উসতা' আদায় করতে বাধার সৃষ্টি করেছে তুমি তাদের কবর ও ঘরবাড়ী আগুনে পূর্ণ করে দাও অথবা অনুরূপ কিছু কর।
(হায়ছামী বলেন হাদীসটি আহমদ বর্ণনা করেছেন এবং তবারানী কাবীর ও আওসাতে বর্ণনা করেন। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(5) باب فضل صلاة العصر وبيان أنها الوسطى
(126) عن ابن عباس رضى الله عنهما قال قاتل النبى صلى الله عليه وسلم عدوًّا فلم يفرغ منهم حتى أخَّر العصر عن وقتها، فلما رأى ذلك، قال اللهم من حبسنا
عن الصلاة الوسطى فاملأ بيوتهم نارًا واملأ قبورهم نارًا ونحو ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান