মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ১৬
আন্তর্জাতিক নং: ৮৩১৬
(২) পরিচ্ছেদঃ ইলমের অন্বেষায় সফর ও অন্বেষণকারীর মর্যাদা প্রসঙ্গে ।
(১৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন।
(2) باب في الرحلة في طلب العلم وفضل طالبه
(16) وعن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقاً يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান