মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ১৭
আন্তর্জাতিক নং: ১৭৪৮৪
(৩) পরিচ্ছেদঃ ইল্ম শিক্ষা দানে উৎসাহ প্রদান এবং শিক্ষকের সম্মান প্রসঙ্গে
(১৭) ‘ইয়াদ' বিন হিমার আল-মুজাশিয়ী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) তাঁর প্রদত্ত এক ভাষণে বলেছেন, আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাদেরকে তা শিক্ষা দিই যা তোমরা জান না । আজকের দিনে আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছেন তন্মধ্যে আছে, আল্লাহ বলেছেন, আমার বান্দাগণকে যা কিছু উপঢৌকন, ও হিবা হিসেবে দান করেছি তা তাদের জন্য হালাল । (অর্থাৎ যদি তা হারাম বা নিষিদ্ধ না করা হয়ে থাকে)।
(3) باب الحث على تعليم العلم واداب المعلم
(17) عن عياض بن حمار المجلشعى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فى خطبة خطبها إن الله عز وجل أمرنى أن أعلمكم ما جهلتم مما علمني
-[آداب المعلم والشكوت عند الغطب]-
يومي هذا وأنه قال إن كل ما نحلته (1) عبادى فهو حلال
-[آداب المعلم والشكوت عند الغطب]-
يومي هذا وأنه قال إن كل ما نحلته (1) عبادى فهو حلال
