আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৩০
২৭৯২. নবী (ﷺ) এর বাণীঃ আমাদের কোন উত্তরাধিকার হবে না, আর যা কিছু আমরা রেখে যাই তার সবই হবে সাদ্‌কা স্বরূপ।
৬২৭৪। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... নবী (ﷺ) এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর ওফাতের পর তার সহধর্মিণীগণ আবু বকর সিদ্দীক (রাযিঃ) এর কাছে আপন আপন উত্তরাধিকার চাওয়ার জন্য উসমান (রাযিঃ) কে পাঠানোর ইচ্ছা করলেন। তখন আয়েশা (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কি এরূপ বলেননি, আমাদের কোন উত্তরাধিকারী নেই? আমরা যা রেখে যাব তার সবই হবে সাদ্‌কা স্বরূপ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন